পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন এর ( ৯) নং ওয়ার্ডের প্রধান সড়ক এটি

এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত সহ নানা উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। তাছাড়া এই সড়ক দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা রোজ স্কুলে আসা-যাওয়ার একমাত্র সড়ক।

উক্ত ইউনিয়নের প্রধান উৎপাদিত পণ্য,লবণ এবং মাছ। এই লবণ এবং মাছ চাষের বিশাল অংশ হিসেবে এই নয় (৯) নং ওয়ার্ড এগিয়ে। এবং এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ছোট-বড় অনেক যানবাহন।
অনেক সময় ভারী যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনার খবলে পড়তে হয়, বিশেষ করে লবণবাহী ট্রাক।তাছাড়াও মৎস্যজীবিদের পোহাতে হয় অনেক কষ্ট, কারণ বর্ষা মৌসুমে সচরাচর গাড়ি চলাচল করতে চাইনা। ফলে মৎস্যজীবীরা পড়ে যায় বিপাকে।
এছাড়াও ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় এর দূরত্বও অনেক,ফলে অনেক শিক্ষার্থী প্রাইমারি স্কুল থেকে ঝরে যায়। তারও একমাত্র কারণ সড়ক বা যাতায়াত ব্যবস্থা। সড়কের উন্নয়ন হলে, যানচল স্বাভাবিক থাকলে হয়তোবা আরও অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা চালিয়ে যেতে পারতো।
এই বেহাল দশার কারণে উক্ত মগনামা ইউনিয়ন পরিষদ এর নয় (৯) নং ওয়ার্ডের যুবকরা স্থানীয় প্রশাসন এর টনক না নড়ায়, সড়কের উপর ধানের চারা রোপণ করতেছে।
বার্তা প্রেরক :
রেজাউল করিম
কক্সবাজার প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন