আজ রাত একটায় গ্রুপ সির খেলা। কিন্তু আর্জেন্টিনা দল কিংবা এর সমর্থকদের জন্য পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ টিকে থাকার লড়াই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট কাশেফ অবশ্য যে ভবিষ্যদ্বাণী করেছে, তাতে সমর্থকদের মুখে হাসিই ফুটে উঠবে।কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট প্রোগ্রাম কাশেফ বিশ্বকাপের শুরু থেকেই হাজির ভার্চ্যুয়াল জ্যোতিষীর ভূমিকায়। এখন পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৮।
আজ রাতের আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটাই এগিয়ে রেখেছে কাশেফ। তার গণনায় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ। অন্যদিকে, পোল্যান্ডের সম্ভাবনা মাত্র ১৪ শতাংশ। ড্র হয়ে দুই দলের কপালে ১ পয়েন্ট করে জুটতে পারে এমন সম্ভাবনা ২৯ শতাংশ দেখছে কাশেফ। তবে ড্র হয়ে গেলে একই সময় চলা সেীদি বনাম মেক্সিকো খেলায় সেীদি আরবকে মেক্সিকোর হারাতে হবে অথবা অন্তত ড্র করতে হবে। নয়তো অর্জেন্টিনার বিশ্বকাপ এখানেই শেষ।