ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার মুজিব চত্বরে ব্যাডমিন্টন, ভলিবল ও লং টেনিস খেলার মাঠ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা মুজিব চত্বর প্লে গ্রাউন্ড বাস্তবায়ন কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অর্থায়নে উক্ত খেলার মাঠ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
খেলার মাঠ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও প্লে গ্রাউন্ড বাস্তবায়ন কমিটির আহবায়ক সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি