ফেনীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে জেলার শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি দেলোয়ার হোসেন,চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আখতার,এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজেশ মজুমদার,ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকশানা আক্তার, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ শাহ আলম। সম্মাননা প্রাপ্ত পাঁচজন শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে শহরের ডা: সাজ্জাদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সাধারণ সম্পাদক বিজয় নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো.মোসাদ্দেক হোসেন, জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু তাহের।
সভায় বক্তব্য দেন,ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, মো.হারুন উর রশিদ,মহিবুল হক চৌধুরী রাসেল,প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো.আমজাদ হোসাইন। অনুষ্ঠান শেষে বন্ধুসভার পক্ষ থেকে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি