ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, খন্দকার ফারুকুজ্জামান ফরিদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে ৭৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি