সংকটে নেই ইসলামী ব্যাংক

বাংলাদেশ ইসলামী ব্যাংক ঋণ, আমানত কিংবা প্রবাসী আয়; যে কোনো বিচারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রফতানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে ব্যাংকটি। তাই এ ব্যাংক নিয়ে গ্রাহকদের আস্থার কোন সংকট নেই বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেছেন, সম্প্রতি ইসলামী ব্যাংকের বেনামি ঋণ নিয়ে যেসব প্রতিবেদন হয়েছে তা সঠিক নয়। প্রতিটি ঋণই নিয়ম মেনেই বিতরণ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের হাত ধরে দেশে ইসলামী ব্যাংকিং তথা সুদমুক্ত ব্যাংকিং এর শুভ সুচনা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্ব প্রথম সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম চালু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।  দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স, রপ্তানি আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যম, সবচেয়ে বেশি ভোগ্য পণ্য আমদানী হয় ইসলামী ব্যাংকের মাধ্যমে। দেশের অধিক শিল্প কারখানার অর্থের যোগান দাতা সরাসরি ইসলামী ব্যাংক। যার মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিপুলসংখ্যক মানুষের। চারশ শাখা, দুইশ’র বেশি উপশাখা, তিন হাজারের অধিক এজেন্ট এবং পাঁচ হাজারের বেশি এটিএম/সিআরএম নেটওয়ার্ক নিয়ে ইসলামী ব্যাংক গঠিত।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন