ভারতীয় হাই কমিশনে চাকরি দেওয়ার নামে চার লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফেনীতে মামা ভাগ্নে আটক 

ফেনীর ফুলগাজীতে ভারতীয় হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভারতীয় হাইকমিশনারের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে দুই মামা ভাগ্নেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত বীরেন্দ্র কুমার সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৪৫)ও বরইয়া গ্রামের বিপ্লব কান্তি দত্তের ছেলে বিমান কান্তি দত্ত (২৪) । তাঁরা সম্পর্কে মামা ভাগ্নে।

 বিমান দত্ত সীল ও স্বাক্ষর জাল করে এই নিয়োগ পত্রটি দিয়েছেন বলে জানা যায়। ফুলগাজীতে উপজেলার আমজাদহাট ইউনিয়ন, বসন্তপুর গ্রামের অজিত রঞ্জন পালের ছেলে রুহুল পাল (২৫)কে ভারতীয় হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে তার থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়।এছাড়া আটক প্রতারক বিমান দত্তের বিরুদ্ধে আরো অনেক লোককে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার  অভিযোগ রয়েছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন