ফেনীতে ট্রাক চাপায় সৈয়দ তৌফিকুল ইসলাম(২৪) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তৌফিক ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে তৌফিক মোটরসাইকেল করে ফেনী শহরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রানীরহাট এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তৌফিক ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামের সৈয়দ বাড়ির নুরুল আবসারের ছেলে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি