“হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” – এ শ্লোগান নিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) “বিশ্ব হার্ট দিবস” ফেনীতেও উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প, র্যালী ও সাইক্লিং র্যালীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক (উপ-সচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: রফিক উস-সালেহীন।
র্যালী ও বর্ণাঢ্য সাইক্লিং র্যালীতে অংশগ্রহণ করেন হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আ ক ম সাহিদ রেজা শিমুল, এএসএম নুর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন (ছুট্টু), কোষাধ্যক্ষ এমএস হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য ডা. এএসএম তবারক উল্যাহ চৌধুরী (বায়েজীদ), ডা. গোলাম সরোয়ার বাহার, আবুল কাশেম, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী (মুকুট), মোহাম্মদ সাহেদ উদ্দিন মিল্লাত, সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), প্রীতিময় পোদ্দার, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল করিমসহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য, সাইক্লিং গ্রুপ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সাইক্লিং র্যালিটি ফেনী শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। ফ্রি হার্ট ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি