প্রবাসী হাজী মহিউদ্দিন ও হাজী নাছির উদ্দীনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

পেকুয়ায় অসহায় ৫৭০ পরিবারের মাঝে প্রবাসী  হাজী মহিউদ্দিন ও হাজী নাছির উদ্দীনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ।
কক্সবাজারের পেকুয়া সদর ইউপির মেহেরনামা ০৯নং ওয়ার্ডের নন্দীর পাড়া,দক্ষিণ পাড়া,পশ্চিম নন্দীর পাড়া ও বাজার পাড়া গ্রামের ৫৭০টি দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউপি সদস্য আবু ছালেক ও হাজী নাছির উদ্দীনের ছোট ভাই নেজাম উদ্দিনের তত্বাবধানে মেহেরনামা উন্নয়ন ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যের মাধ্যমে শনিবার ২মে সকালে এ সামগ্রী বিতরণ করেন
রমজান ফু্ডস্ প্যাকের মধ্যে রয়েছে-৫ কেজি চাল, ১কেজি চিডা,২ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১লিটার সয়াবিন তেল।
জানা গেছে,প্রবাসী দুই ভাইয়ের নিজস্ব তহবিল থেকে প্রতি বছর গ্রামের অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ও রমজানের আগে ৫০ পরিবারের মাঝে নগদ ৫০০শত টাকা করে বিতরণ করেন। এবং পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
দুবাই প্রবাসী হাজী নাছির উদ্দীন বলেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে যখন অসহায় মানুষ কর্মক্ষম হয়ে পড়ে ঠিক এই ক্রান্তিলগ্নে আমরা দুই ভাই এলাকার খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এমইউপি আবু ছালেক বলেন, আমার এলাকার দুবাই প্রবাসী হাজী মহিউদ্দিন ও হাজী নাছির উদ্দিন মিলেমিশে মেহেরনামা উন্নয়ন ফোরাম পরিচালনা করার জন্য অর্থ দিয়ে থাকেন।উল্লেখ্য যে,৫৭০ পরিবারের মাঝে ৩ লক্ষ ৭০হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক, মোঃ নেজাম উদ্দিন, নুরুল হক, যুবনেতা কফিল উদ্দিন প্রমুখ। প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়ে নেজাম উদ্দিন বলেন -এলাকার অসহায় পরিবারের সহযোগিতায় আমরা সবসময় প্রস্তুত।পরিশেষে তিনি সবাইকে সচেতন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন।
বার্তা প্রেরক
মোঃ জহিরুল ইসলাম 
কক্সবাজার (পেকুয়া)প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন