প্রধানমন্ত্রীর উপহার পেল ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মধ্যবিত্ত পরিবারগুলো। গতকাল ৩০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. কাজী বুলবুল আহমেদ সোহাগ। এসময় উপস্থিত ছিলেন কাজিরবাগ ইউনিয়নের ট্যাগ অফিসার সায়েরা খাতুন।
কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, যেখানে খবর পেয়েছি কোনো অসহায় মানুষের কথা, সেখানেই সহযোগীতার হাত বাড়ানোর চেষ্টা করছি।
‘দিনের বেলায় প্রধানমন্ত্রীর উপহার ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এম.পি মহোদয়ের উপহার সামগ্রী মানুষের নিকট পৌছে দিচ্ছি এবং রাতে নিজ তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরন করে যাচ্ছি। এইভাবে চলতেছে। এই কাজে কোনো ক্লান্তি নেই’- বললেন এড. কাজী বুলবুল আহমেদ সোহাগ।
গতকাল বৃহস্পতিবার প্রায় চারশত পরিবারের কাছে পৌছানো হয়েছে সহযোগীতা।
তিনি বলেন, বিশ্বাস করুন এতো সুন্দরভাবে ভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সবসময় আসে না। করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগের শুরু হতে এভাবে নিরলস মানুষদের সহায়তার জন্য পরিশ্রম করে চলছেন সোহাগ। এই কাজে সহযোগীতা করেছেন স্থানীয় আওয়মীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনগুলো।
এই কাজের প্রাপ্তি সম্পর্কে বলতে গিয়ে চেয়ারম্যান সোহাগ বলেন, ‘দিন শেষে অন্যের হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। আমার ইউনিয়নের একটি অস্বচ্ছল পরিবার যখন আমাদের উপহার পেয়ে খুশি হয়, সেটিই আমার তৃপ্তি। এই সংকটে আমি দলমত বুঝি না, আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই। সকলে মিলে এই সংকট মোকাবেলা করতে চাই।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের বাসিন্দাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি চাই না কোনো পরিবার কোনো দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিনাপাতি করুক। যার কারনেই এমন উদ্যোগ। পরিস্থিতি স্বাভিবাক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন- চেয়ারম্যান সোহাগ।
এই কার্যক্রমের প্রশংসা করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান মজুমদার বলেন, ন্যায়পরায়ণ, সাহসী, লড়াকু এক তরুন জনপ্রতিনিধি কাজী বুলবুল আহমেদ সোহাগ ভাইয়া। তার এই কার্যক্রম অন্যান্যদের জন্য প্রেরণা স্বরূপ। তিনি বলেন, বর্তমান সমাজে বোদ্ধরা যখন প্রায়সই জনপ্রতিনিধিদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন, বর্তমানে জনপ্রতিনিধিদের আত্মকেন্দ্রিক বলে আখ্যা দেন, সেই সময়ের এক ব্যতিক্রমী উদাহরণ- এড. কাজী বুলবুল আহমেদ সোহাগ। ইউনিয়নের লোকজনের যেকোনো বিপদে সবার আগে এগিয়ে গেছেন তিনি।
বার্তা প্রেরক,
হাসান মজুমদার
ফেনী প্রতিনিধি