বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের তান্ডবে লকডাউন পুরো দেশ। অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষরা। সারাদেশের মতো সন্দ্বীপের অসহায় মানুষ গুলোর অবস্থাও ব্যতিক্রম নয়। এই খেটে খাওয়া মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো সন্দ্বীপে বর্তমানে দায়িত্বে থাকা বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
লেঃ কমান্ডার কে এ নাবিলের নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। ত্রাণ বিতরণ করা হয় সন্দ্বীপের বিভিন্ন স্থানে। তন্মধ্যে উল্লেখযোগ্য শিবের হাট, এনাম নাহার, ধোপার হাট, মুন্সির হাট, চৌমুহনী বাজার, সারিকাইত, বাংলাবাজার বেড়িবাঁধসহ আরো কয়েকটি এলাকায়। এসব এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয় নৌবাহিনী সদস্যরা। করোনার তান্ডবে অসহায় হয়ে পড়া এসব খেটে খাওয়া মানুষদের সাহায্য করা হয় নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে।
ত্রাণ বিতরণের পাশাপাশি লোকজনকে সচেতন, হোম কোয়ারান্টাইন নিশ্চিত ও দ্রব্যমূল্য যথাযথ রাখার লক্ষ্যে নিরলস ভূমিকা রেখে যাচ্ছে বর্তমানে সন্দ্বীপে অবস্থান করা নৌবাহিনী সদস্যরা।
বার্তা প্রেরকঃ
মুহাম্মদ মাসঊদুল বারী
সন্দ্বীপ উপজেলা প্রতিনিধিঃ

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন