বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে  ৪০ বছরের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন। আজ সকালে তিনি মারা গেছেন। তার অসুস্থতার খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে    প্রশাসনের লোকজন গিয়ে তার বাড়ি লকডাউন করে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদদুল হক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে তিনি মারা গেছেন কি না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিজিতে (বিআইটিআইডি)  পরীক্ষার জন্য  তা পাঠানো হয়েছে ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন