রাঙামাটি হাসপাতালে একজন আইসোলেশনে

রাঙামাটি সদর হাসপাতালে করোনাভাইরাসের লক্ষণযুক্ত এক রোগীকে ভর্তি করা হয়েছে।

রোগীর বয়স ৫৫ বছর। রাঙামাটি সদর হাসপাতালে এই প্রথম এমন রোগী এলো। করোনা সন্দেহ হওয়ায় তাকে হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে।  তিনি শহরের রুপনগর এলাকার বাসিন্দা।

রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা. গোলাম মোস্তফা জানান, রোববার (১২ এপ্রিল) ওই ব্যক্তি  জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ওই রোগীর মধ্যে করোনার বেশ কিছু লক্ষণ থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়।

তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকবৃন্দ তার স্বাভাবিক চিকিৎসা চালু রেখেছেন বলেও জানান তিনি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা.শওকত আকবর জানান, ইতোপুর্বে করোনা সন্দেহের ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় নিয়োজিত নার্সদের আলাদা করে রাখা হয়েছে। ওই ব্যক্তির রিপোর্টের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন