কক্সবাজার যেন পাখির রাজ্য

করোনা সতর্কতায় লকডাউন পরিস্থিতিতে পাখপাখালির জন্য অনুকূল হয়ে উঠেছে কক্সবাজারের পরিবেশ।পর্যটন শহরটির রাস্তাঘাটে আগের মতো যান্ত্রিক গর্জন নেই। আকাশেও দেখা মিলছে না বিকট শব্দে সৈকতের নীচু এলাকা দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোর। ফলে এখানকার প্রকৃতিতে এখন  প্রাধান্য বিস্তার করে চলেছে পাখপাখালির মধুর কলতান।

গত প্রায় ৩ সপ্তাহের লকডাউনের কারণে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র তীরবর্তী পাহাড়গুলোতে এখন পাখির সমাবেশ ঘটেছে। ফিরে এসেছে হারিয়ে যাওয়া দল বেঁধে পাখিদের  আকাশে ভেসে বেড়ানোর সেই দৃশ্যও। পাখির এমন অভাবনীয় সমাবেশে বিস্মিত স্থানীয় লোকজনও।

করোনা সতর্কতায় কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ১৮ মার্চ থেকে। পর্যটকে মুখর থাকা কক্সবাজার এখন পাখির কলতানে মুখর।কক্সবাজার যেন পাখির রাজ্য। নানা জাতের পাখি ঘুরছে, উড়ছে, মেতে উঠছে নানা দুষ্টুমিতে। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মুগ্ধতা ছড়ানো এমন দৃশ্য। পাহাড় ও সমুদ্র তীরে প্রায় আড়াইশ বছর আগে বৃটিশ আমলে গড়ে ওঠা শহরটি স্বাধীনতার পর ধীরে ধীরে ব্যস্ত পর্যটন শহরে পরিণত হয়। কক্সবাজার শহরে এখন প্রায় দেড় লাখ মানুষের সুবিধা সম্বলিত চার শতাধিক আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউস। গত ৩ দশকে শহর বড় হয়েছে অন্তত ১০ গুণ।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে গিয়ে দেখা গেল, এমন অভাবনীয় পাখির ঢল। সৈকত সংলগ্ন কৃষি জমিতে দেখা গেল ঘুঘু, ফিঙে, শালিক, বাতাসী, চড়ুই, পেঁচা, মাছরাঙা, লেজ নাচুনী, বকসহ নানা জাতের পাখির সমাবেশ। আর সৈকত সংলগ্ন বানরের পাহাড়ের (প্রস্তাবিত জীববৈচিত্র সংরক্ষণ পার্ক) খাড়া ঢালে বাসা তৈরির জন্য গর্ত খুঁড়তে দেথা গেল শত শত সুঁইচোরাকে। সুঁইচোরার পাশে গর্ত করে বাস করছে শালিক, কাঠ শালিক, চড়ুইসহ আরো বিভিন্ন জাতের পাখি।

স্থানীয় দরিয়ানগর বার্ড ক্লাবের সদস্যরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে এখানে শত শত সুঁইচোরা এসে গর্ত খুঁড়তে শুরু করে। আগেও এখানে এসব পাখি বাসা তৈরি করত। তবে এবারের ঘটনা একেবারেই নজিরবিহীন।

একই দৃশ্য কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কি.মি দীর্ঘ মেরিন ড্রাইভ সংলগ্ন যেসব খাড়া ও বিধ্বস্ত পাহাড় রয়েছে সেগুলোতেও দেখা যাচ্ছে বলে জানালেন স্বাস্থ্যকর্মী ডা. জাকির হোসেন।

দরিয়ানগরের ভিসিজি সদস্য ছৈয়দ আলম জানান, লোকালয় ও লোকালয় সংলগ্ন পাহাড়েও পাখির বিচরণ আগের তুলনায় অনেক বেড়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন