করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে লোহাগাড়া উপজেলায় ৩৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেছেন নেতৃবৃন্দরা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস, এম বোরহান উদ্দিনের নির্দেশনায় লোহাগাড়ায় গরীব, দুস্থ ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান ইত্যাদি) বিতরণ করা হয়। পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ জেলা ছাত্রলীগ মানবিকতায় সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি পালন করছেন।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দক্ষিণ জেলা ছাত্রলীগ আমাদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে জানান।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুয়ানুল হক সুজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রিদুওয়ান হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোঃ সেলিম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব, উপ-সমাজ সেবা সম্পাদক সোহেল তালুকদার, গণ যোগাযোগ উপ-সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক উপ সম্পাদক মিনহাজ রেজা রাফি, উপ ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্র বৃক্তি বিষয়ক উপ সম্পাদক মোঃ রাহাত, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, মোঃ ওরহান, হামিম হোসেন রবিন, রিয়াদ, তারেক, আসলাম, সাদ্দাম, মোক্তার, পারভেজ, ইমন, দেলোয়ার সহ প্রমুখ।