গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপদি ড. আজাদ ফিরোজ টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি সলিমুলাহ সেলিম, যুগ্ন সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফকির নওরেশুজ্জামান লালন, ক্রিড়া সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি