শরণখোলায় মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ,চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। শরণখোলা উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ও দোয়া এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু, যুবলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। আলোচনা সভার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত, কেক কাটা এবং চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রায়েন্দা সরকারি হাইস্কুল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধি