দিনাজপুরের গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে গিফট এ্যান্ড কাইন্ড কার্যক্রমের আওতায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বীরগঞ্জ সিডিপির সভাকক্ষে রবিবার দুপুরে ম্যানেজার প্রাঞ্জলী মৃ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইডিভুক্ত ১৫শত ৩২ জন ও ৫২ জন লোকাল আইডিভুক্ত শিশুদের মাঝে উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিডিসি সভাপতি মি. প্রফুল্ল কর্মকার।
এসময় সিডিপির অন্যান্য কর্মীবৃন্দ সহ শিশুদের মায়েরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, রং পেন্সিল, রং পেন্সিল বক্স, রাবার, পেন্সিল কাটার, স্ক্যাল, পানির বোতল, স্ক্যাচ খাতা, টুথ ব্রাশ, টুথ পেস্ট ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি