জনগণের মাঝে আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান

জনগণের মাঝে আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত এক সেমিনারে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আইন বিষয়ে সাধারণ জ্ঞান ও সচেতনতার ওপর জোর দেওয়া হয়। এতে বিভিন্ন আদালতে মামলার জট কমাতে ও মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষে অধিক সংখ্যক এজলাস কক্ষ এবং আরও বেশী বিচারক নিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়। শনিবার সকালে ফেনীর সরকারী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে  আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো.মইনুল কবির।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব (ড্রাফটিং) মোহাম্মদ মহিউদ্দীন। আলোচক ছিলেন ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা, চট্টগ্রাম নারী ওশিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিনিয়র জেলা জজ ফউজুল আজিম, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনীর পুলিশ সুপার খোন্দকার  নুরুন্নবী। বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, বখতিয়ার মুন্না প্রমুখ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন