দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩ ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ জুয়ারু, ৪ মাদক ব্যাবস্যায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে নির্দ্দেশে দিলে ওসি তদন্ত সোহেল রানা, এসআই আকবর আলী সহ পুলিশের একটি টিম রাত্রী ১২টায় ঢাকা-পঞ্চগড় মসাসড়কের ধারে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার চাউলিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র আব্দুল লতিফ মনজু (৫৫) হাস্কিং মিল ইমরান ইন্ডাট্রিজ এর গোডাউনে জুয়া খেলা অবস্থায় মনজু সহ আটক করে।
অন্যান্যরা হলেন একই ইউনিয়নের কালাপুকুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস (৫০), সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী ঘোসপাড়া গ্রামের মৃত কেতারাম ঘোসের পুত্র অমুল্য ঘোস (৬০) ও আনিছারের পুত্র হোসেন আলী (৪০)। এসআই আকবর আলী জানায়, তাদের ৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।এলাকাবাসী জানায়, দির্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে ঐ মিলে বড় বড় জুয়ার আসর বসে।
অপর দিকে একই সময়ে অপর একটি টিম উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর এলাকায় অভিযান চালিয়ে, ২০ পিস সিনটা ট্যাবলেট সহ আব্দুর রশিদের পুত্র শাহ আলম (২৮), পূর্ন চন্দ্রের পুত্র জিতেন (৩৭) কে এসআই রেজাউল করিম এবং এএসআই সজল শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে, দেবারুপাড়ার দেলওয়ার হোসেনের পুত্র আসাদুজ্জামান আসাদ (৩০) ও প্রসাদপাড়ার আব্দুল বারীর পুত্র সুজন (২০) আটক করে আদালতে প্রেরন করেছে। এলাকাবাসী জানায়, দির্ঘদিন ধরে আসাদ এর নেতৃত্বে কিছু গডফাদারের সহসোগিতায় মাদকের জমজমাট ব্যবস্যা ঐ এলাকায় চলছে।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি