ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে সোনাগাজীতে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান 

ফেনী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনাগাজী উপজেলার নবাবপুর,  মতিগঞ্জ ও মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে বুধ ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন  করা হয়। সংগীতানুষ্ঠানে স্থানীয়  সংগীত শিল্পীগণ সচেতনতামূলক লোক সংগীত পরিবেশন করেন। শিল্পীগণ চলমান করোনাভাইরাস মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা, নারী শিক্ষা, নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, যৌতুক, শিশু শ্রম প্রতিরোধ প্রভৃতি বিষয়ে সচেতনতামুলক সংগীত পরিবেশন করেন।

এছাড়াও নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে গান পরিবেশন করেন। ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে শিল্পীগণ জনসাধারনকে উদ্বুদ্ধ করতে সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনের পাশাপাশি জেলা তথ্য অফিসের ঘোষক সচেতনতামূলক বক্তব্য রাখেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য যে, সমাজের পিছিয়ে পড়া নারীদের অগ্রবর্তী করা এবং শিশুদের সুরক্ষার জন্য জেলা তথ্য অফিস ফেনী কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মধ্যে অন্যতম একটি উদ্যোগ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন