নানা আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময়, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা ফরিদা পারভীন লুচি, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রি,কচুয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাজমুল হুদা মিয়া,শহীদ শেখ ফজলুল হক মনি কারীগরী কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র অধিকারী, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মো.হাসিবুর রহমানসহ বাগেরহাট২৪ এর পাঠক ও সুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি