ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিলসহ চারদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, বাগেরহাট জেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য সচিব মোঃ আলামীন খান, প্রকৌশলী বায়জিদ হোসেন, খন্দোকার আব্দুস সালাম, বিমল কুমার প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষাকে বিতর্কিত ও মানহীন করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ডিপ্লোমা শিক্ষার্থী ও পেশাজীবীরা মেনে নেবে না। অতিস্বত্ত¡র এই প্রক্রিয়া বাতিল না করলে আরও বড় আন্দোলন করা হবে হুশিয়ারী দেন বক্তারা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের চারদফা দাবি হচ্ছে, চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিল করে ৪র্থ শ্লিপ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্সকে আরও আধুনিকায়ন করতে হবে। সরকারের আন্তমন্ত্রণালয়ের কমিটির সুপারিশ অনুযায়ী বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংঙ্গা ও ধারা-উপধারা সংশোধন করে এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ পদোন্নতি দিতে হবে। দেশের পলিটেকনিক প্রতিষ্ঠানসহ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট পূরণ।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি