চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র -শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন আই ডি ই বি এর ফেনী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল খায়ের,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক আরিফ জাহান,বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র -শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার আহবায়ক আবু নসর মজুমদার, সদস্য সচিব নুর ইসলাম,যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সুজন, নুর নবী,আকতার হোসেন,আবুল হোসেন,নুরুল আফছার, মোঃ মিজান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ,বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র- শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা দূরীকরণ বাস্তবায়নে চার দফা তুলে ধরেন। মানববন্ধনে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট,ফেনী কম্পিউটার ইনস্টিটিউট,আই সি এস টি,কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক – শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের নিকট প্রদান করেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি