ফেনীতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও তিনজন মারা গেছে। তাদের মধ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকার নুরুল আমিন (৬০) ও ছাগলনাইয়ার যশপুর এলাকার মফিজুর রহমান (৭৫) করোনা পজেটিভ শনাক্ত হয়ে মারা গেছে। অপর একজন করোনা উপসর্গে মারা গেছে। এছাড়া ২৪ ঘন্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৯.২১ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এ যাবত মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৮৪ জন। সুস্থ্য হয়েছে ৮ হাজার ৯৩৭ জন। জেলায় করোনায় মারা গেছে ১৪৩ জন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে ৩ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ৩৭৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ ১৪ দিনে আক্রান্তের হার ১১,২৫ শতাংশ। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে জেলায় করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৯ জন ও উপসর্গে ১৭ জন মারা গেছে।
জেলায় আগষ্ট মাসে ১১ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৪০৯ জন। আক্রান্তের হার ২০.৭৬ শতাংশ। আগষ্টে মারা গেছে ৩৫ জন। করোনা উপসর্গে মারা গেছেন ১০৮ জন। যা করোনা পজেটিভের তিন গুণেরও বেশী। গত জুলাই মাসে ৮ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল তিন হাজার ২৪৭ জন। আক্রান্তের হার ৩৬.১০ শতাংশ। মারা গেছে ২৭ জন। তার আগে গত জুন মাসে ৩ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭৫৮ জন। আক্রান্তের হার ছিল ২০.২৬ শতাংশ। জুন মাসে মারা গেছে ৬ জন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৪৯ জন। ১৫ জন করোনা পজেটিভ। অন্যরা উপসর্গে ভর্তি হয়েছেন। সবাইকে অক্সিজেন সেবা দিতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় কোভিড পজেটিভ দুইজন ও উপসর্গে ১ জন রোগী মারা গেছে। তবে গত কয়েক দিনে করোনা পজেটিভ ও উপসর্গে ভর্তি রোগী কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে।
মঙ্গলবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও রেপিড টেষ্টে ২৮২জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্তের হার ৯.২১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ৮ জন, দাগনভূঁঞায় ৬ জন, সোনাগাজী ১ জন, ছাগলনাইয়া ৪ জন, পরশুরাম ৪ জন ও ফুলগাজীতে ৩ জন করে । এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত ফেনী জেলায় এ যাবত মোট কোভিড- ১৯ পজেটিভ শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৮৪ জন। মোট ৪৮ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা হয়েছে । এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৯৩৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন কোভিড পজেটিভ রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ১৫ জন, দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ রোগী ভর্তি রয়েছেন। ফেনীর সিভিল সার্জন ডা: রফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া এক হাজার ৩৪১ জন কোভিড পজেটিভ রোগী স্বাস্থ্য বিভাগের অধীন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি