হোমনায় বাজারে বিক্রিকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজারে বিক্রি করার সময় মাছ ধরার বিপুল পরিমান নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান ঘাড়মোড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় ২৮ টি (২১০০ ফুট) ম্যাজিক জাল ও ১৪১ টি (২১১৫০ ফুট) কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য দুই লাখ দশ হাজার পাঁচ শত টাকা বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এ সময় হোমনা থানা পুলিশ সাথে ছিলেন।

সহকারি কমিশনার মিজানুর রহমান বলেন, ঘাড়মোড়া বাজারে নিষিদ্ধ ম্যাজিক ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল বিক্রেতারা জাল ফেলে পালিয়ে যাওয়া তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন