ফেনীতে বালু বোঝাই পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যান চাপায় শাহ জালাল (৫০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে৷শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে এ দূর্ঘটনাটি ঘটে৷নিহত শাহ জালাল শহরের একজন কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়ানোর জন্য পেছনের দিকে আসছিলো।একপর্যায়ে মোটরসাইকেলটি আসার সময় পিকআপটি তাকে পেছন থেকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক শাহ জালালের মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে৷

ফেনী সদর মডেল থানার উপ -পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল চালক শাহ জালাল শহরের আবু বক্কর সড়কের হাজী দিন মোহাম্মদের ছেলে৷ পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়েছে। তবে চালককে আটক করা যায়নি৷তাকে আটকের চেষ্টা চলছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন