বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার প্রার্থীতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করছেন।
নাজমা সোরোয়ার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। বর্তমানে কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৫মে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান মারা গেলে পদটি শূন্য হলে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে এক মেয়াদে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নারী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সাত অক্টোবর এই উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি