হোমনার ঘনিয়ারচর বাজারের খাজনা মওকুফ করা হলো

হোমনা উপজেলার ঘনিয়ারচর বাজারের ক্রেতা বিক্রেতারা মালামাল ক্রয়-বিক্রয় করার সময় ইজারাদারদেরকে আর কোনো খাজনা দিতে হবে না। শুক্রবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠানের সভাপতিত্বে ঘনিয়ারচর বাজারে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাজারের ব্যবসায়ী মো. মকবুল হোসেন পাঠান, স্থানীয় সমাজসেবক ও সাংবাদিক মো. মোরশিদ আলম, আছাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জামাল হোসেন, আওয়ামীলীগ নেতা মো. হারুন মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. জামান মিয়া প্রমুখ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন, অত্র এলাকার এক সময়ের ঐতিহ্যবাহী এ বাজারটিতে ইজারাদারগণ খাজনার নামে ডাকাতি করছেন বিক্রেতারা দীর্ঘ দিন ধরে এমন অভিযোগ করে আসছেন। এতে বাজারটির দীর্ঘ দিনের ঐতিহ্য নষ্ট হচ্ছে। বাজারটির ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সভা করে সর্ব সম্মতিক্রমে খাজনা মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে প্রতি বছর বাজারের ইজারার জন্য সরকারি কোষাগারে যে টাকা দিতে হবে, সেটা আমরা স্থানীয়রা ব্যবস্থা করে সরকারি কোষাগারে জমা দিব।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন