দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশি দেশ নেপাল। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দেশটির একটি প্রতিনিধি দল বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১২টার দিকে মোংলা বন্দরে প্রবেশ করে।
এসময় বন্দরের সভাকক্ষে এক আলোচনা সভায় বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যের অংশীদার হয়ে বন্দরটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন তারা। এর আগে, ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি করেছিল। ওই চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি