ফেনী শহরের মধ্যে তমিজিয়া মসজিদকে একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে গড়ে তোলা হবে- জেলা প্রশাসক

ফেনী জেলা প্রশাসক ও তমিজিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন,ফেনী শহরের মধ্যে তমিজিয়া জামে মসজিদকে একটি দৃষ্টিনন্দন মসজিদ  হিসেবে গড়ে তোলা হবে।এই মসজিদ ফেনীর একটি পুরাতন মসজিদ।ইনশাল্লাহ, অতিশীঘ্রই এই মসজিদের পূর্ণনির্মাণ কাজ শুরু হবে।তিনি এই মসজিদের পূর্ণনির্মাণ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বুধবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তমিজিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যকরী সভায় তিনি এসব কথা বলেন।

মসজিদ কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, মসজিদ কমিটির সহ-সভাপতি এ,এস,এম নুর উদ্দিন বাবুল,ডা: মো: শহিদ উল্যাহ,কোষাধ্যক্ষ মো: আনোয়ার হোসেন ভূঁইয়া। কার্যকরী সদস্যদের মধ্যে শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন,ইমন উল হক,শেখ ফজলে ইমাম রকি,ফজলুল কাদের চৌধুরী শামীম, গাজী খালেদ ইমাম জুয়েল,শেখ আশিকুন্নবী সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন