ডায়াবেটিকস রোগ বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক পরিচালিত বীরগঞ্জ ফুট কেয়ার এন্ড ডায়াবেটিকস সেন্টারে নতুন ইউনিটের উদ্বোধন। ঘাতক ব্যধি ডায়াবেটিকসের বিভিন্ন ভয়াবহতা রক্ষায় উন্নত পরিবেশ এবং উত্তম লোকেশানে রুচিশীল, মানসম্মত প্রতিষ্ঠান ডায়াবেটিকস ফুট কেয়ার নতুন ইউনিট উদ্বোধন কালে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন দিনাজপুর মো. আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বীরগঞ্জ পৌর শহরে ৭ সেপ্টেম্বর বিকালে ৫টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সি বাচ্চু, বীরগঞ্জ সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী, থানার ওসি আব্দুল মতিন প্রধান প্রমুখ। ডায়াবেটিকস ফুট কেয়ারের পরিচালক ডাক্তার ডি.সি রায় এর স্বগত বক্তব্যে তিনি পুলিশ বাহিনীর সহ সর্বস্তরের দায়িত্বশীলদের কে জনহিতকর অত্র প্রতিষ্ঠানের দিকে সুনজর রাখার আহবান জানিয়ে বলেন পরিসংখ্যান মতে জানা যায় দেশে ডায়াবেটিকস রোগীর সংখ্যা ৮৪ লাখ এবং আরও ৮৪ লাখ আক্রান্ত হওয়ার পথে। ডায়াবেটিকস থেকে মানবদেহে বিভিন্ন জটিল রোগের বিস্তার লাভ করে। ফলে চোখ, হার্ট, কিডনি, হারপারটেনশন,রক্তনালী ও পা সংক্রান্ত জটিলতা দেখা দেয়। অনেকের পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়েছে। তাই উপস্থিত অতিথিদের মাধ্যমে সভা-সমাবেমে জনসচেতনতা বৃদ্ধি করার আহব্বান জানায়।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি