আন্তর্জাতিক সেবা সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ২০২১-২২ লিও বর্ষের চার্টার কেবিনেট ঘোষণা করা হয়েছে। উক্ত কেবিনেটের সভাপতি লিও রাহাত আহমেদ ও সেক্রেটারী লিও আলমগীর হোসেন ফাহাদকে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও মো. হারুন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম মোরশেদ ও ট্রেজারার হিসেবে ঘোষিত হয়েছে লিও সাদিয়া সুলতানা সেতু। এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রাক্তন সভাপতি ও লায়ন্স ক্লাব অব ফেনীর স্পন্সর লায়ন মহিনুর জাহান লাবনী।
সম্প্রতি সময়ে ফেনীর লায়ন্স অফিসে এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁঞা। এতে আরও উপস্থিত ছিলেন লায়ন ওমর ফারুক ভূঁঞা বেলাল, জোন চেয়ারপারসন লায়ন মহিনুর জাহান লাবনী, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন এডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, সিটির সভাপতি লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরী, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন সৈয়দ আশ্রাফুল হক আরমান প্রমুখ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি