খেলার মাঠ দখল করে স্কুল ভবন নির্মাণ ঠেকাতে ফেনীতে খেলোয়াড়দের মানববন্ধন 

ফেনীর লস্করহাট এলাকায় স্কুল মাঠে ভবন নির্মাণ ঠেকাতে মানববন্ধন করেছে স্থানীয় ক্রীড়ামোদি যুবকরা।শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় খেলোয়াড় ফাহাদ হোসেন সুমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও যুবকরা জানায়, বেশ কিছুদিন যাবত মোটবী ইউনিয়নের এস সি লাহা ইনস্টিটিউট মাঠ দখল করে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের পায়তারা করছে কতিপয় ব্যক্তি। বিকল্প স্থান থাকার পরও মাঠ দখল করে ভবন নির্মাণ করায় ক্রীড়ামোদিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ক্রীড়া সংগঠক ফাহাদ হোসেন সুমন জানান, ভবনটি পাশের পুকুর ভরাট করে সেখানে করা যেতো, অথবা আরো পেছনের দিকে নির্মাণ করলে সমস্যার সৃষ্টি হতো না। আমরা মানববন্ধনের মাধ্যমে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ এলএলবি জানান, খেলোয়াড়দের মানববন্ধনের কথা শুনে আমি উভয় পক্ষের সাথে বৈঠকের সময় দিয়েছি। আমাদের খেলার মাঠ ও স্কুল ভবন দুইটাই প্রয়োজন। আশা করি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন