অবশেষে হোমনা বাজারে সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণ

অবশেষে হোমনা বাজারের সড়কের মাঝখানে বসানো অর্ধ ডজন বিদ্যুতের খুঁটি অপসারণ হচ্ছে। আজ বৃহস্পতিবার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটি অপসারণের কাজ শুরু করেছেন। হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের অর্ধ ডজন খুঁটির কারণে দীর্ঘ দিন ধরে বাজারের ভিতরে বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। খুঁটিগুলোর কারণে প্রতিনিয়তই যানজটের ঘটনা ঘটছে।

খুঁটিগুলো অপসারণের জন্য বাজারের ব্যবসায়ীসহ যানবাহন চালকরা দীর্ঘ দিন ধরেই আমার নিকট দাবি জানিয়ে আসছিল। আমি তাদেরকে বলেছিলাম বাজারের সড়ক সংস্কারের সময় সড়কের মাঝখানের খুঁটি অপসারণ করা হবে। এখন সড়ক সংস্কার হচ্ছে। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছে বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে বুঝিয়ে বললে তারা খুঁটি অপসারণের কাজ শুরু করে।

পৌর মেয়র আরো বলেন,আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সড়কের মাঝখানে থাকা তিনটি খুঁটি অপসারণ করা হয়েছে। সড়কের মাঝখানে থাকা সকল খুঁটি অপসারণ করা হবে। হোমনা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আজিজুর রহমান বলেন, জনস্বার্থে সড়কের মাঝখানে থাকা সকল খুঁটি অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

হোমনা বাজারের সিএনজি অটোরিক্সা চালক মো.সালাহ উদ্দিন বলেন, এমনিতেই বাজারের প্রধান সড়কটির পাশ কম,তার মধ্যে আবার সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো অনেক সমস্যা করে আসছে। খুঁটিগুলো অপসারণের উদ্যোগ নেয়ায় পৌর মেয়র ও স্থানীয় বিদ্যুৎ বিভাগকে আমি সিএনজি চালকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন