ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নাগরিক সেবা প্রাপ্তি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ গণশুনানীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, এইড’র প্রতিষ্ঠাতা পরিচালক তারিকুল ইসলাম পলাশ, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা। গণশুনানীতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন। এসময় তারা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রাপ্ত সেবা পা না পাওয়া বিষয়ক নানা প্রশ্ন করেন। সেসব প্রশ্নের জবাব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি