দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩২) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮মাইল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ ইসাহাক আলী জানান, ওই মহাসড়কে প্রচন্ড বৃষ্টির কারণে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল বাজার এলাকায় রাস্তার ধারে একটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখে চালক।
এরপর দুপুর ১টার দিকে পঞ্চগড়গামী এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।