হোমনায় নিষিদ্ধ কারেন্ট ও ম্যাজিক জাল জব্দ

হোমনায় ৪০০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫০ ফুট (সাতটি) ম্যাজিক জাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের উম্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ ৪০০ ফুট কারেন্ট জাল জব্দ করেন। পরে চান্দেরচর ইসলামী আলীম মাদ্রাসা মাঠে নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে এগুলো পুড়িয়ে ফেলা হয়।

একই দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন উম্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে সাতটি ম্যাজিক জাল (রিং জাল) জব্দ করেন। পরে সেগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, উম্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জাল দিয়ে কিছু অসাধু মাছ শিকারী অবাধে বিভিন্ন ধরণের পোনা মাছ নিধন করে আসছে এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। এ সময় জালের মালিকরা মোবাইলকোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে পোনা মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন