তেঁতুলিয়ায় জেলা প্রশাসকের মতাবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার সকালে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন শেষে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, মানবপাচার, মাদকদ্রব্য, বাল্যবিবাহ, দূর্ণীতি প্রতিরোধ, মানসম্মত শিক্ষা, করোনা প্রতিরোধে করনীয় ও ডেঙ্গুরোগ সংক্রান্ত জন উদ্বুদ্ধকরন বিষয়ক মতবিনিময়সভা করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম ।

জেলা প্রশাসক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো ট্রলারেঞ্জ রয়েছে, মাদক সেবীদের আইনের হাতে তুলে দিন। তেঁতুলিয়াকে মডেল ও পর্যটন উপজেলা হিসেবে গড়ে তুলতে ডাকবাংলো ঘেষা মহানন্দা নদীর তীরে পর্যটকদের জন্য আরো সৌন্দর্য্য বর্ধন করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও তিনি বিভিন্ন সরকারী দপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য দপ্তর প্রধানদের তাগিদ দেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যন ইউসুফ আলী, মহিলাভাইস চেয়ারম্যন সুলতানা রাজিয়া, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ও অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন