হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করলেন ডিসি

হোমনায় করোনা ভাইরাসে ক্ষতিগগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণ বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি ১৭ জন উদ্যোক্তার হাতে ২৭ লাখ টাকা ঋণের চেক তুলে দেন। উপজেলা প্রশাসন ও হোমনা বিআরডিবি অফিসের উদ্যেগে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

বক্তব্য দেন বিআরডিবির কুমিল্লা অঞ্চলের উপপরিচালক যোবেদা আক্তার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহসিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ প্রমুুখ। এর আগে জেলা প্রশাসক মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মাথাভাঙ্গা ইউনিয়ন ভ‚মি অফিস, মাথাভাঙ্গা কমিউনিটি ক্লিনিকি, হোমনা থানা ও ভংগারচর আশ্রণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের ২১ টি পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেন এবং আশ্রয়ণ প্রকল্পে একটি বৃক্ষ রোপণ করেন।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন