ফেনীতে প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা-পরকিয়ার জেরে স্বামী সোহেলকে খুন করেছে স্ত্রী শিউলী-র‍্যাব 

ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের  (নাজির রোড) দুবাই প্রবাসী মো: সোহেলকে (৩৫) পরকিয়ার জেরে ধারালো দা (বটি) দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলী (২৮)। গত শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় সেখান থেকে তাদের দুই শিশু সন্তানকে উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত দা (বটি) রাতে বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

আজ রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় র‍্যাব-৭, ফেনী ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, গত ১৬ জুলাই দুবাই প্রবাসী মো: সোহেল দেশে আসেন। এরপর থেকে সোহেলের সাথে তার স্ত্রী শিউলীর পরকিয়া সম্পর্ক নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হতো। পরকিয়ার জেরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে সোহেল উত্তেজিত হয়ে  মৌখিকভাবে স্ত্রী শিউলীকে তালাক দেয়। এতে স্ত্রী ক্ষিপ্ত হয় এবং একপর্যায়ে সোহেল বাসার খাটে বসা থাকা অবস্থায় স্ত্রী শিউলী পিছন দিক থেকে ঘরে থাকা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তাকে (সোহেল) খুন করে। র‍্যাবের  অধিনায়ক জানান, ঘটনার পর রাতেই তাদের দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাসা থেকে বের হয়ে যায় এবং রাতেই ট্রেনে করে চট্টগ্রাম পালিয়ে যায় শিউলী।

শুক্রবার দিনভর চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থান করেন। শুক্রবার রাতে আবার কুমিল্লায় চলে যায় এবং চৌদ্দগ্রামে চাচার বাসায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যার দিকে র‌্যাবের একটি দল চৌদ্দগ্রাম এলাকায় তার চাচার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে শিউলীকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে, হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি (দা) ফেনী শহরের সুফী সদর উদ্দিন সড়কের (নাজির রোড) চৌধুরী সুলতানা ভবন সংলগ্ন কচুরিপানার ডোবা থেকে উদ্ধার করা হয়।  গ্রেপ্তারের পর শিউলীকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল মজিদের মেয়ে। সোহেল একই উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে। ৮ বছর আগে সামাজিক ভাবে তাদের বিয়ে হয়। তাদের ৭ বছর ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। প্রসঙ্গত; প্রবাসী সোহেল খুনের ঘটনায় শুক্রবার রাতে তার মা নিরালা বেগম বাদি হয়ে শিউলীকে আসামী করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন