পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভাড়াটিয়া বাসা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ ও সিআইডি’র ক্রাইম সীন দলের সদস্যরা। রবিবার (২২ আগষ্ট) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন জনৈক মোঃ জাহের আলীর বাসা বাড়ির দরজা ভেঙ্গে তার এক ভাড়াটিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
সরজমিনে গিয়ে বাসার মালিক এর সাথে কথা বলে জানাযায়, মৃত ব্যাক্তি মো: ইয়াছিন জাহিদ চৌধুরী (৪৩) গত বছরের ৩ জুলাই তিনি আটোয়ারী এসে আমার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার আগে উনার ব্যাক্তিগত পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমার বাসা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। আমার বাবার নাম রুস্তম আলী চৌধুরী। ঠিক একই ভাবে একই বাসা বাড়িতে বসবাসরত আরেক ভাড়াটিয়ার খোজঁখবর নিয়েই আমি বাসা ভাড়া দেই।
তিনি ঠাকুরগাঁও জেলার লোহাগাড়া এলাকার ছেলে বসুন্ধরা গ্রুপের চাকরি করেন, খিরোদ চন্দ্র রায় (২৭) নামের এক ব্যাক্তি। রবিবার ইয়াছিনের কক্ষ হতে পচা দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়লে খিরোদ চন্দ্র আমাকে ফোন করে জানালে আমি রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ভাইকে ও আটোয়ারী থানা পুলিশকে খবর দেই। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন দ্রুত সিআইডি’র ক্রাইম সীন দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পঞ্চগড় মর্গে প্রেরণ করেন।
এমন খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আলমগীর রহমান, পঞ্চগড় সিআইডির এএসপি মোঃ আঃ হামিদ, ঠাকুরগাঁও সিআইডি’র ক্রাইম সীন দলের এসআই মিল্লাদ হোসেন দ্রুত ঘটনাস্থল এসে পরিদর্শন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আলমগীর রহমান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, মৃত: ব্যক্তি একসময় ঢাকায় চাকুরী করতেন এবং তিনি চাকুরী ছেড়ে দিয়ে পরিবার ছাড়া একাই আটোয়ারীতে বসবাস করছিলেন। তিনি কি কারনে মারা গেলেন ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা বলা যাচ্ছেনা। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা উপস্থিত লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
বার্তা প্রেরক
এ রায়হান চৌধূরী রকি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি