হোমনা উপজেলা যুবলীগের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিার দুপুর দুইটায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে চঁরের গাঁ কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার শোক প্রকাশ করেন। তার শোক সন্তপ্ত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানা গেছে, তিনি চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাস থেকে সুস্থ্য হন। পরে নাকের মাংস বৃদ্ধির জন্য তার নাকের অপারেশন করা হয়। এর জন্য তাকে অজ্ঞান করা হলে আর তার জ্ঞান ফেরেনি।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি