উপজেলার মাঝিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত হয়েছে দুইজন। বরিবার সন্ধ্যায় শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া কমলা বাগান এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ গ্রামের রমজান আলী মেয়ের বাড়ি মাঝিপাড়া এলাকা থেকে নাতিকে নিয়ে মোটরসাইল যোগে নিজ বাড়ি ফিরছিল। কমলা বাগান এলাকায় গেলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সাথে ধাক্কা লাগে ছিটকে পড়ে আহত হয়।
আহতরা হলো ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ গ্রামের রমজান আলী (৬৫), নাতী তারেক হোসেন (১৬) ও মাঝিপাড়া কমলা বাগান এলাকার আক্কাস আলীর পুত্র আব্দুল্লাহ। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসএম মুসফিকুর রহমান রমজান আলী (৬৫) কে মৃত ঘোষনা করেন। এদিকে একই সড়কে একই ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকায় পৃথক দুর্ঘটনায় ছোট দলুয়াগছ গ্রামের হাফিজ (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়।
বার্তা পেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি