ফেনীতে দুবাই প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রী -সন্তান উধাও

ফেনীতে একটি বাসার কক্ষ থেকে মো: সোহেল (৩৫) নামের একজন দুবাই প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে। ফেনীতে গত দেড় বছর থেকে বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ওই প্রবাসীর স্ত্রী শিউলী আক্তার দুই শিশু সন্তানকে নিয়ে রাতেই দারোয়ানকে বাবার বাড়ী যাওয়ার কথা বলে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের (নাজির রোড) চৌধুরী সুলতানা ম্যানসনের ৬ষ্ঠ তলায় এ ঘটনাটি ঘটেছে।  ওই দম্পতির রিহান ৭ (ছেলে), ও   জান্নাত ৪ (মেয়ে) নামে দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের (নাজির রোড) দুবাই প্রবাসী সোহেলকে কুপিয়ে হত্যা করে রাতেই পালিয়েছে স্ত্রী শিউলি আক্তার। আজ শুক্রবার সকাল থেকে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরণ করে।

নিহত প্রবাসী মো: সোহেলের চাচাতো ভাই ফাহাদ উদ্দিন মাহমুদ জানান, সোহেল গত প্রায় ১২ বছর দুবাই থাকেন। ৮ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শিউলী আক্তারকে বিয়ে করেন। গত দেড় বছর আগে ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের (নাজির রোড) চৌধুরী সুলতানা ম্যানসনের ৬ষ্ঠ তলায় বাসা ভাড়া নেন। স্ত্রী সন্তানদের সেখানে রেখে তিনি আবার দুবাই চলে যান। দেড় মাস আগে দেশে ফিরে আসে। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেন নি তিনি।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন শহরের সুফি সদর উদ্দিন সড়কের একটি ফ্লাট বাড়ীর ৬ষ্ঠ তলা থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছে। স্ত্রী পালানোর সময় দুই শিশু সন্তানকেও সাথে নিয়ে গেছেন। কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত ছাড়া এক্ষুনি তা বলা যাচ্ছেনা। খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন