ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২১ লাখ টাকার চেক বিতরণ

পাবনা-৩ এলাকায় ক্যান্সারসহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসায় বুধবার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২১ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। পাবনা- ৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেন তার ভাঙ্গুড়াস্থ বাস ভবনে বুধবার (১৮ আগস্ট) অনুদানের এই চেক বিতরণ করেন। এর আগে ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর উপজেলার ৪৭জন অসুস্থ নারী-পুরুষের চিকিৎসায় এই অর্থ বরাদ্দ পাওয়া যায়।

এসময় ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,জেলা পরিষদ সদস্য আসলাম আলী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ছবি,যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল,ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক আশরাফুল কবির উপস্থিত ছিলেন। অনুদান পাওয়া ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া গ্রামের সেলিনা খাতুন ও অষ্টমণিষা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন,আমরা মলদ্বারে টিউমার ও কিডনি সমস্যায় ভুগছিলাম। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার বিনিময়ে উন্নত চিকিৎসা পেয়ে এখন আমরা অনেকটা সুস্থ্য।

বার্তা প্রেরক
মোঃ আকছেদ আলী
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন