ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ” মুজিব বর্ষ ” উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) বিশেষ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পরিকল্পিত পরিবার’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কর্মসূচিতে বকুল ফুল এবং বনজ, ফলজ, ভেষজ বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিজয় নাথ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সুজিত চন্দ্র রায়,পরিবার কল্যাণ পরিদর্শিকা মাধুরী নাথ সহ অন্যান্য সহকর্মীবৃন্দ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি