ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি,কম (৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  তিন ছেলে, দুই মেয়ে,নাতি-নাতনি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পারিবারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার আবদুর রহমান বি,কমের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে আসেন। শুক্রবার জুমার নামাজের প্রস্তুুতিকালে উনার পূনরায় শ্বাসকষ্ট শুরু হলে উনাকে সিলিন্ডার অক্সিজেন দেয়া হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি,কম ফেনী সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ফেনী বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংস্থার দায়িত্বে ছিলেন। এর আগে দীর্ঘসময় তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া ফেনী প্রেসক্লাবের সাবেক এ সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ ক্লাবের সদস্যরা।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন