হোমনা বাজারে দিনের বেলায় টাকা ছিনতাইকালে চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

হোমনা বাজার থেকে দিনে দুপুরে এক নারীর ব্যানিটি ব্যাগ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাইকালে চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ভিকটিম শারমিন আক্তারের বাবা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. মনু মিয়া বাদী হয়ে ওই চার নারীর বিরুদ্ধে হোমনা থানায় মামলা করে। মামলার পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠায় পুলিশ। মামলার আসামী চার নারী হলেন- আঁখি সরকার (২০), হাছিনা আক্তার (২৬), শিউলি (২০), মৌসুমী (২৫)। এদের মধ্যে আঁখি সরকারের বাড়ি দাউদকান্দিতে এবং অন্যদের বাড়ি তিতাস উপজেলায়।

মামলার বিবরণ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার উপজেলার শ্রীমদ্দি গ্রামের মনু মিয়া তার মেয়ে শারমিন আক্তারকে সাথে নিয়ে প্রবাসী ছেলের পাঠানো দুই লাখ বার হাজার টাকা সোনালী ব্যাংক, হোমনা শাখায় নিজের হিসাব নম্বরে জমা দিতে যান। কিন্তু ব্যাংকে অনেক ভিড় থাকায় তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাংকে টাকা জমা দিতে পারেন নাই। পরে দুপুর সাড়ে বারোটার দিকে মেয়ে শারমিন আক্তারের ব্যানিটি ব্যাগে টাকা ঢুকিয়ে তিনি মেয়ে বাড়িতে পাঠিয়ে দেন। শারমিন আক্তার তার সাথে থাকা ছোট মেয়েকে সাথে করে ব্যাংক থেকে ব্যানিটি ব্যাগে টাকা নিয়ে হোমনা বাজারের মেঘনা ডায়াগণস্টিক সেন্টারের কাছে আসেন।

এ সময় তার ব্যানিটি ব্যাগের চেইন খুলে পিছন থেকে বোরকা পরিহিতা চার নারী টাকা নিয়ে পালানোর সময় শারমিন আক্তার চিৎকার করতে থাকেন। পরে উপস্থিত লোকজ চার নারীর তিনজনকে আটক করতে পারলেও একজন এক লাখ টাকার এক বান্ডিল টাকা নিয়ে পালিয়ে যান। বাকী এক বান্ডিল টাকা পালানোর সময় মাটিতে পড়ে যায়। সেটা স্থানীয়রা উদ্ধার করে শারমিনের হাতে দেন। পরে আটকের পর স্থানীয় লোকজন আটক তিন নারীকে বাকী টাকা নিয়ে আসতে তাদের অপর সহযোগিকে ফোন দিতে বললে তারা পালিয়ে যাওয়া সহযোগি নারীর কাছে ফোন দেন। কিছুক্ষণ পর টাকা নিয়ে পালিয়ে যাওয়া নারী বান্ডিল থেকে ২০ হাজার টাকা রেখে ৮০ হাজার টাকা নিয়ে এসে শারমিনকে ফেরত দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লাকি জানান, এক লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়ে আটককৃতদের চাপ দিলে পরে এসে ৮০ হাজার টাকা ফেরত দেন। অনেক চাপের পরেও বিশ হাজার টাকা ফেরত দেয় নাই। পরে হোমনা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীদেরকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে এক বৃদ্ধার গলা থেকে তিন তরুণী সোনার চেইন ছিনতাই করার সময় এক তরুণী আটক করে জনতা।

প্রত্যক্ষদর্শী অটো চালক সোহেল জানান, হোমনা বাজারের ওভার ব্রিজের নিচ থেকে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে আমিরন নামের এক বৃদ্ধা উপজেলার চরের গাঁ যাচ্ছিলেন। এ সময় তার সাথে অপরিচিতা বোরকা পরিহিতা আরো তিন তরুণী অটোরিক্সায় উঠে। পরে অটোরিক্সাটি শ্রীমদ্দি তারা মিয়া বেকারীর বাড়ির সামনে এলে বোরকা পরিহিতা তিন তরুণীর একজন বৃদ্ধা নারীকে বলেন, আন্টি নিচে আপনার টাকা পরছে। এ সময় বৃদ্ধা নারী নিচে তাকালে অটোতে থাকা আরেক তরুণী বৃদ্ধার গলায় থাকা সোনার চেইনটি ছিড়ে ফেলেন।

এ সময় বৃদ্ধা চিৎকার করতে থাকলে আশে পাশের লোকজন এগিয়ে আসে। এতক্ষণে অটো থাকা আরো দুই তরুণী পালিয়ে গেলেও যার কাছে ছিনতাই করা চেইনটি ছিল স্থানীয়রা ওই তরুণীকে আটক করে ফেলে। এবং বোরকাপরা তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে বৃদ্ধাকে দিয়ে দেন। পরে আটক ওই তরুণী আর জীবনে এসব করবে না মর্মে উপস্থিত লোকজনের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকলে তাকে থানায় না দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক তরুণী স্থানীয়দের জানান তার বাড়ি মুরাদনগর উপজেলায়।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন সরকার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন